৫ বছরের কর অবকাশ সুবিধা পাচ্ছে রামপাল বিদ্যুৎ প্রকল্প

পাঁচ বছরের জন্য কর অবকাশের সুবিধা পেতে যাচ্ছে রামপাল বিদ্যুৎ প্রকল্প। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসক্ষেত্রের নিরাপত্তা জোরদার করা হবে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটি’র সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনকারী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ কোম্পানি গত বছরের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঁচ বছরের জন্য কর অবকাশ সুবিধা চায়। কিন্তু রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে জানায় যে, তিন বছরের বেশি সুবিধা দেয়া যাবে না। কারণ প্রচলিত সুবিধার চেয়ে বেশি দিলে অন্য প্রতিষ্ঠানকেও দিতে হবে, যা ঠিক হবে না। এখনই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যন্ত্র আমদানিতে কর মওকুফ করা হয়, আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) এখনই মওকুফ করা আছে। কোম্পানিতে চাকরি করা ভারতীয় কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা আগে থেকেই দেয়া আছে। এ অবস্থায় তারা ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা চাইছে। অন্যদিকে কোম্পানি জানায়, যদি এই সুবিধা দেয়া হয় তাহলে বিদ্যুতের উৎপাদন খরচ কমবে। কম টাকায় বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি।
এদিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়টিও পিছিয়ে পড়ে। বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমানে সব বিদ্যুৎকেন্দ্রেই এই সুবিধা দেয়া হচ্ছে। রামপালে কেন দেয়া হবে না। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন। এখন রাজস্ব বোর্ডের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে।