৬৫ হাজার কোটি টাকার নিরীক্ষা আপত্তির জটে বিপিসি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আড়াই হাজারের বেশি নিরীক্ষা আপত্তি জমা হয়েছে। দিন দিন এই আপত্তি বাড়ছে। কিন্তু সমাধানের উদ্যোগ নেই বললেই চলে। ফলে আপত্তির জট তৈরি হয়েছে। এই জটের কবলে পরে আছে ৬৫ হাজার কোটি টাকার বেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিপিসি ও তার কোম্পানিগুলোর মে মাস পর্যন্ত নিরীক্ষা আপত্তি আছে দুই হাজার ৬৪৫টি। আর এর সঙ্গে আর্থিক লেনদেনের পরিমান প্রায় ৬৫ হাজার ৩৭২ কোটি ৭৫ লাখ টাকা।
জ্বালানি তেল আমদানি, জাহাজভাড়া, তেল সরবরাহ, বিপনন, সরবরাহকারিদের সঙ্গে লেনদেন, বিভিন্ন কেনাকাটাসহ সামগ্রিক পরিচালনায় এই আপত্তি দেখা গেছে।
সূত্র জানায়, বিপিসি’র নিজস্ব আপত্তির সংখ্যা ২৬৯টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ প্রায় ৬০ হাজার ১১৫ কোটি ১২ লাখ টাকা। গত মাসে এর মধ্যে মাত্র ১২টি নিষ্পত্তি করা হয়েছে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আপত্তির সংখ্যা ২২৬টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ৪২৬ কোটি ১২ লাখ টাকা। মে মাসে এই কোম্পানির কোনো আপত্তি নিষ্পন্ন হয়নি। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের আপত্তির সংখ্যা ৬৪৫টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ৩৯৬ কোটি ৯ লাখ টাকা। মে মাসে মাত্র ২টির নিষ্পত্তি হয়েছে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের আপত্তির সংখ্যা ৬২৭টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৭ কোটি ৬৬ লাখ টাকা। গত মে মাসে এর মধ্যে মাত্র ১৬টি নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি হয়েছে। মেঘলা পেট্রোলিয়াম লিমিটেডের মোট ৪৪৫টি নিরীক্ষা আপত্তি জমা আছে। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ৩শ ৬১ কেটি ৭৭ লাখ টাকা। মে মাসে এর কোনো আপত্তিরই নিষ্পত্তি হয়নি। এলপি গ্যাস লিমিটেডের মোট আপত্তির সংখ্যা আছে ১৩৮টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ১০ লাখ টাকা। এই কোম্পানিরও মে মাসে কোনো নিষ্পত্তি হয়নি। ইস্টার্ণ লুব্যিক্যান্টস ব¬্যান্ডার্স লিমিটেডের মোট আপত্তির সংখ্যা ১৩০টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ প্রায় ৯ কোটি ১১ লাখ টাকা। স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের মোট আপত্তির সংখ্যা ১৬৫টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ প্রায় ৪ কোটি ৩১ লাখ টাকা। গত মে মাসে শেষের তিন কোম্পানির কোনোটিরই কোনো নিরীক্ষা আপত্তির সমাধান হয়নি।
জ্বালানি বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, দ্রুত এসব অডিট আপত্তির সমাধান করা দরকার। এজন্য এরইমধ্যে বিপিসিকে তাগাদা দেয়া হয়েছে। নানা কারণে ঝুলে আছে এসব আপত্তি। আপত্তিগুলোর সমাধান করলে বিপিসিই লাভবান হবে।