আণবিক অবকাঠামো উন্নয়ন কর্মপরিকল্পনা চূড়ান্ত

আণবিক শক্তি কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত রাশিয়া-বাংলাদেশ যৌথ সমন্বয় কমিটির ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে আণবিক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দ্বিবার্ষিক একটি কর্মপরিকল্পনা অনুমোদন করেছে।
সম্প্রতি জানুয়ারি ১৩-১৫ ওয়ার্কিং গ্রুপের একটি সভা ঢাকার আণবিক শক্তি কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রাশিয়া ও বাংলাদেশের ৪০ জনের অধিক আণবিক বিশেষজ্ঞ ও কর্মকর্তা বাংলাদেশে আণবিক অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আণবিক অবকাঠামো উন্নয়ন ছাড়াও বাংলাদেশে আণবিক শক্তি কমিউনিকেশন কৌশল সংক্রান্ত অপর একটি কর্মপরিকল্পনাও গৃহিত হয়।
কর্মপরিকল্পনা প্রণয়নে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির (আইএইএ) সুপারিশ, বাংলাদেশের জন্য আবশ্যক বিষয়সমূহ বিশেষভাবে বিবেচনা করা হয়। আণবিক শক্তি শিল্পে রাশিয়ার দীর্ঘ ৭০ বছরের অভিজ্ঞতা ও পর্যালোচনা করেন উভয় দেশের প্রতিনিধিবৃন্দ।
বাংলাদেশে আণবিক শক্তি কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট পদপেক্ষ অন্তর্ভুক্ত হয়েছে কর্মপরিকল্পনায়। যে সকল বিষয় বিবেচনা করা হয়েছে তার মধ্যে রয়েছে- নিরাপত্তা, মানবসম্পদ, সাইট নির্বাচন ও ইন্সটলেশন সাপোর্ট, ব্যবস্থাপনা, আইনগত ও নিয়ন্ত্রণ কাঠামো, বিদ্যুৎ নেটওয়ার্ক, অর্থতহবিল অর্থায়ন, সংকট কালীন পরিকল্পনা, আণবিক জ্বালানি চক্র, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি।
কমিউনিকেশন কৌশল কর্মপরিকল্পনায় বাংলাদেশের জনগণ বিশেষ করে, রূপপুর ও এর পার্শ্ববর্তী এলাকার লোকজকে আণবিক শক্তি, এর নিরাপত্তা, উপকারিতা, পরিবেশবান্ধবতা, মূল্য কার্যকারিতা ইত্যাদি সম্বন্ধে অবহিত ও সচেতন করার লক্ষ্য অনুসরণ করা হয়েছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ও ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিন্দ্রনাথ রায় চৌধুরী বলেন, ‘এ ডকুমেন্টগুলো আণবিক শক্তি কর্মসূচি বাস্তবায়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ। আণবিক শক্তি প্রকল্প স্থাপনে আণবিক অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ পূর্বশত।
রুশ প্রতিনিধিদলের প্রধান এবং ওয়ার্কিং গ্রুপের অপর কো-চেয়ারম্যান, রুশ রাষ্ট্রীয় কর্পোরেশন রসএনার্গোএটমের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিভাগের পরিচালক ইউরি সোকোলভ তার বক্তব্যে বলেন, আণবিক শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নে সফল হয়েছি। এটি বাংলাদেশের প্রয়োজনের সঙ্গে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির সুপারিশের সঙ্গে সম্পূর্ণভাবে সজ্ঞতিপূর্ণ।