রমজানে সংকট থাকবে, এই মুহূর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব নয়
বড় বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়ন করতে না পারা ও সরবরাহ লাইনে ঘাটতি রয়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, এই মুহূর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব নয়।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আগামী রমজান মাসে বিদ্যুতের সংকট হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি ভালোর দিকে যাবে। সংকট তো থাকবেই, এখনও আছে। তিনি বলেন, এখন যে খুব ভাল অবস্থায় আছি, এটা বলা যায় না। বিদ্যুতের ক্ষেত্রে ভাল অবস্থায় যেতে আরও তিন বছর লাগবে। ট্রান্সমিশনে (সঞ্চালন লাইন) এখনও ঘাটতি আছে, কাজ চলছে। চীন সরকারের কাছ থেকে যে অর্থ পাওয়ার কথা সেগুলো প্রক্রিয়াধীন আছে। সব মিলিয়ে একটা ভাল জায়গায় যেতে ৩-৪ বছর লেগে যাবে। প্রতিমন্ত্রী বলেন, বড় প্র্রকল্পগুলো এখনও আসেনি, সেগুলো আসতে সময় লাগছে।
আশুগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন লাইন ভেঙে পড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। তবে সঞ্চালন লাইন মেরামত করতে ৬-৭ মাস লাগবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
সঞ্চালন লাইন মেরামত করতে ৬-৭ মাস লাগলে ৪-৫ দিন পর কীভাবে পরিস্থিতি স্বাভাবিক হবে- এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে যে কয়টা পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলো ৪-৫ দিনের মধ্যে উৎপাদনে আসবে। এর মাধ্যমে কাভার করা হবে। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এই মুহূর্তে দিতে পারব না। এটা হতে হতে আরও ৩-৪ বছর লেগে যাবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, যদি চাহিদা থাকে ১২ হাজার মেগাওয়াট তবে ক্যাপাসিটি হতে হবে এখন ২০ হাজার মেগাওয়াট। বৃষ্টি হলে চাহিদা ৪ হাজার মেগাওয়াটে নেমে যাচ্ছে। গরম পড়লে বেড়ে হচ্ছে ১২ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ ব্যবহারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে।