রামপাল নিয়ে কিছু শর্ত দিয়েছে ইউনেস্কো: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র্র নিয়ে ইউনেস্কোর আপত্তি নেই। তবে পরিবেশ রক্ষায় তারা কিছু শর্ত দিয়েছে। সে শর্ত বাংলাদেশ মেনে চলবে।
শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের তিনি একথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম সভায় বুধবার সুন্দরবনের বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধি দল রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রযুক্তিগত বিষয় তুলে ধরে। প্রতিনিধি দলটি হেরিটেজ কমিটিকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতি হবে না। তাদের বলা হয়েছে, এই প্রকল্পে পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, সভায় কমিটির পক্ষ থেকে যেসব প্রশ্ন তোলা হয়েছে সেগুলোর যুক্তিযুক্ত উত্তর তুলে ধরেছে বাংলাদেশ।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তাদের আপত্তি তুলে নিয়েছে। একই সঙ্গে সুন্দরবনের নাম বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল হয়েছে।