২২ ও ২৫ জুলাই কর্মসূচি পালন করবে জাতীয় কমিটি
সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের প্রতিবাদে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে সংগঠনের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২২ জুলাই ঢাকায় বিকল্প মহাপরিকল্পনা উত্থাপন এবং ২৫ জুলাই সুন্দরবন-সংলগ্ন শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত বিভিন্ন উপজেলার একশ’ কিলোমিটারব্যাপী সভা, সমাবেশ ও মানববন্ধন করা হবে।
অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, সাইফুল হক, মো. শাহ আলম, বজলুর রশিদ ফিরোজ, জোনায়েদ সাকী, মোশাররফ হোসেন নান্নু, মানস নন্দী, শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।