বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা উন্নত করতে উদ্যোগ নেয়ার সুপারিশ

বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা উন্নত করে লোডশেডিং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ মো. আতিউর রহমান আতিক এবং নাসিমা ফেরদৌসী সভায় অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন সংস্থাসমূহে চলতি অর্থ বছরে মোট ৯৮টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তম্মধ্যে মূল এডিপিভূক্ত প্রকল্প ৮২টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তাবায়নাধীন প্রকল্প ১৬ টি। উক্ত ৯৮টি প্রকল্পের পথ নকশা অনুযায়ী সুনিদিষ্ট সময়সীমা নির্ধারণপূর্বক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।