ভারত থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিসহ দুটো বিদ্যুৎ কেন্দ্রর উদ্বোধন
ভারত থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিসহ দুটো বিদ্যুৎ কেন্দ্রর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।
আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উদ্বোধন করেন তিনি।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কেরানীগঞ্জের ১০৮ মেগাওয়াট ফার্নেস অয়েল, আশুগঞ্জের (উত্তর ) ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, ভারতের ত্রিপুরা থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এবং নতুন ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।