কুতুবদিয়ায় এলএনজি টার্মিনাল ব্যবহারে চুক্তি
কক্সবাজারের কুতুবদিয়ায় ৫০ কোটি ঘনফুট ক্ষমতার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিচালনায় টার্মিনাল করতে চুক্তি হয়েছে।
সোমবার ‘হংকং সাংহাই মানজালা পাওয়ার লিমিটেড’ (এইচএসএমপিএল) এবং মালয়েশিয়ার ‘গ্লোবাল এলএনজি অ্যান্ড পেট্রোনাস এলএনজি লিমিটেড (পেট্রোনাস)’-এর সঙ্গে চুক্তি করেছে পেট্রোবাংলা। রাজধানীর পেট্রোসেন্টারে পেট্রোবাংলার কার্যালয়ে এই চুক্তি হয়েছে।
এ সময় সংসদ সদস্য বেগম নিলুফার জাফর উল্লাহ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চুক্তিতে পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং ‘এইচএসএমপিএল ও পেট্রোনাস’- এর পক্ষে ‘এইচএসএমপিএল’-এর প্রধান নির্বাহি কর্মকর্তা কাজী ওমর জাফর সই করেন।