ভোলার ভেদুরিয়া থেকে পরীক্ষামূলক গ্যাস তোলা শুরু
ভোলার ভেদুরিয়া থেকে পরীক্ষামূলক গ্যাস তোলা শুরু হয়েছে। সম্প্রতি বাপেক্স এই গ্যাস আবিস্কার করে। দুই সপ্তাহ আগে ভেদুরিয়াতে এক নতুন কূপে ৬০০ বিসিএফ গ্যাসের মজুদ নিশ্চিত করে সংশ্লিষ্টরা।
রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্র এতথ্য নিশ্চিত করেছেন।
এটা দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। এতে এক দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকতে পারে বলে জানানো হয়েছে।
গত ৯ই ডিসেম্বর ভোলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাটে ভোলা উত্তর-১ নামে গ্যাসক্ষেত্রের খননকাজ শুরু করে বাপেক্স।