বাংলাদেশের ‘সেরা চুক্তি’ পুরস্কার পেল সামিট
ফাইন্যান্স এশিয়া অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০১৭ এর ‘বেস্ট বাংলাদেশ ডিল পুরস্কার’ পেয়েছে সামিট। ৭৯.৬৭ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যর সিন্ডিকেটেড ঋণ চুক্তির জন্য এই পুরস্কার পেয়েছে সামিট।
সামিটের দুটি প্রতিষ্ঠান সামিট বরিশাল পাওয়ার এবং সামিট নারায়নগঞ্জ পাওয়ার এর জন্য যথাক্রমে ১২ বছর মেয়াদী এবং সাড়ে ১০ বছর মেয়াদী এই ঋণ চুক্তি করা হয়।
হংকংয়ে গত ৩১ শে জানুয়ারী আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়।
ফাইন্যান্স এশিয়া হলো যুক্তরাজ্য ভিত্তিক হেমার্কেট ফাইন্যান্সসিয়াল মিডিয়ার মাসিক প্রকাশনা, যা এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিনিয়োগ ব্যাংকিং, পুঁজিবাজার এবং কৌশলগত কর্পোরেট ফাইন্যান্স সংশ্লিস্ট সংবাদ প্রচার করে।