বিদেশী পরামর্শকে খরচ বাড়ছে বিদ্যুৎকেন্দ্রে

চলমান বিদ্যুৎকেন্দ্রগুলোতে দেশীয় পরামর্শক নিয়োগ দিলে খরচ কম হতো। কিন্তু তা করা হয়নি। এতে নির্মান খরচ বেড়েছে।
দেশীয় বিশেষজ্ঞদের একাজে যতটা নেয়া যেত ততটা নেয়া যায়নি। আর এতে খরচ অনেকটা বেড়েছে। যে খরচের ভাগ জনগণের ঘাড়েই পড়বে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির এক সমাবেশে বক্তারা একথা বলেন।  সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
রাষ্ট্রায়াত্ব বিদ্যুৎখাত রক্ষা, সুন্দরবন রক্ষার জন্য রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন বাতিল, আমার নাম জাতীয় কমিটির কর্মীদেও বিরুদ্ধে মিথা মামলা প্রত্যাহরসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্সসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহম্মদ বলেছেন, যে বিদ্যুৎকেন্দ্রগুলোকে সাফল্য বলা হচ্ছে তা আসলে কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।
আনু মুহম্মদ বলেন, জনস্বার্থ বিরোধী বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে সরকার উন্নয়নের কথা বলছে। এগুলো দুর্নীতি আর অনিয়মের প্রতীক হয়ে থাকবে।