নারায়নগঞ্জে হচ্ছে বর্জ্য বিদ্যুৎকেন্দ্র
নারায়নগঞ্জে বর্জ্য দিয়ে বিদ্যুৎ করা হবে। ৩ থেকে ৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্র করতে সমঝোতা চুক্তি করা হয়েছে।
আজ বুধবার রাজধানীর বিদ্যুৎভবনে এবিষয়ে সমঝোতা চুক্তি হয়েছে। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে এই চুক্তি হয়।
চুক্তি অনুযায়ি, নারায়নগঞ্জ থেকে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টন ময়লা সংগ্রহ করে কর্পোরেশন বিদ্যুৎ উৎপাদনের জন্য দেবে। নারায়নগঞ্জের জলছরিতে এই বিদ্যুৎকেন্দ্র হবে। এজন্য ১০ থেকে ১২ একর জমি বরাদ্ধ করা হয়েছে। বিওও (বিল্ড ওন অপারেট) পদ্ধতিতে এই বিদ্যুৎকেন্দ্র হবে।
চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, বিপিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন চার বছরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমান আরও বাড়ানো হবে। খুব তাড়াতাড়ি কুুমল্লাতে আরও একটা বর্জ্য থেকে বিদ্যুৎকেন্দ্র করা হবে। কেরানিগঞ্জে করার পরিকল্পনা চলছে। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকাতেও বর্জ্য থেকে বিদ্যুৎ করার উদ্যোগ নেয়া হবে।
প্রতিমন্ত্রী নির্বাচনের আগে সকলকে ভালোভাবে কাজ করার তাগিদ দেন। বলেন, নির্বাচনের আগে ভালো কাজের জন্য দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, সকল মন্ত্রনালয়ের মধ্যে বিদ্যুৎখাতে সবচেয়ে বেশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। অনেক বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আসছে গরম ও সেচে বিদ্যুতের সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
সেলিনা হায়াৎ আইভী বলেন, যাতে দ্রুত এবং নিদিষ্ট সময়ে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যায় সে দিকে খেয়াল দেব।