শিগগিরই তেলের দাম কমবে: কুয়েতের তেলমন্ত্রী
ওপেকভুক্ত দেশ ইরাক ও লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতায় সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পেলেও কুয়েতের তেলমন্ত্রী আলী-আল-ওমর মনে করছেন তেলের দাম কমে আসবে।
বুধবার তিনি বলেন, সম্প্রতি তেলের দাম বাড়লেও তা দীর্ঘ সময় স্থায়ী হবে না, অল্প সময়ে তা কমে আসবে। এরই মধ্যে দাম কমতে শুরু করেছে।
তিনি বলেন, তেলের দাম বেড়েছে ইরাক ও লিবিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। উভয়ই তেল উৎপাদক ও রফতানিকারক দেশ। ইরাক সংকটে বিশ্বব্যাপী তেলের বাজারে সরাসরি প্রভাব পড়েছে। কেননা তেল রফতানিতে ওপেকভুক্ত ১২টি দেশের মধ্যে সৌদি আরবের পরই ইরাকের অবস্থান। বিশেষ তেলের প্রমাণিত মজুদের ১১ শতাংশ তেল রয়েছে ইরাকে এবং প্রতিদিন ৩ দশমিক ৪ মিলিয়ন তেল উৎপাদিত হচ্ছে।
এশিয়ার বাজারে গতকাল বুধবার তেলের দাম কমেছে। গতকাল ডাব্লিউটিআই ক্রুড অয়েলের দাম দশমিক শূন্য তিন সেন্ট কমে প্রতি ব্যারেলের দাম হয়েছে ১০৫ দশমিক ৩৪ ডলার।
অন্যদিকে ব্রেন্ট ত্রুুড অয়েলের দাম দশমিক শূন্য সাত সেন্ট করে প্রতি ব্যারেলের দাম হয়েছে ১১২ দশমিক ২৯ ডলার।