সামিট ‘ট্রিপল এ’ রেটিংয়ে সম্মানিত
সামিট গ্রুপের দুটি কোম্পানী, সামিট কর্পোরেশন লি. এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লি. এবারও সম্মানজনক দীর্ঘমেয়াদী ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং এবং স্বল্পমেয়াদী এসটি-ওয়ান ক্রেডিট রেটিং অর্জন করেছে।
ক্রেডিট রেটিং এজেন্সি সিআরআইএসএল জানিয়েছে, দীর্ঘমেয়াদী ট্রিপল এ ক্রেডিট রেটিং নির্দেশ করে এই দুই কোম্পানী সেরা মানের, যাতে বিনিয়োগ নিরাপদ। অন্যদিকে স্বল্পমেয়াদী এসটি-ওয়ান ক্রেডিট রেটিং, কোম্পানী দুটোর সময়মতো ঋণ পরিশোধের সর্বোচ্চ সক্ষমতার স্বীকৃতি।
সামিট কর্পোরেশন লি. – সামিট গ্রুপের বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি হোল্ডিং প্রাইভেট কোম্পানী। এই কোম্পানীটির অধিভুক্ত-সামিট পাওয়ার লি. ঢাকা ও চট্টগ্রাম এক্সচেঞ্জের তালিকাভুক্ত পাবলিক কোম্পানী যা বাংলাদেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠান।