জলবায়ু নিঃসরণ কমাতে বিদ্যুৎ জ্বালানিতে ৯২০ কোটি টাকা
কার্বণ নিঃসরণ কমাতে জ্বালানিখাতে পাঁচ বছরে ৭৪১ শতাংশ বরাদ্দ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছর এই বরাদ্দ ছিল ২৭ কোটি টাকা। আর ২০১৮-১৯ অর্থবছর বরাদ্দ প্রস্তাব দেয়া হয়েছে ২১৯ কোটি ৫০ লাখ টাকা।
বিদ্যুৎখাতে এই বরাদ্দের পরিমান ৭০১ কোটি টাকা। গত পাঁচ বছরে বিদ্যুতে জলবায়ু সম্পৃক্ত খাতে পাঁচগুণ বরাদ্দ বাড়ানো হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে মোট ৯২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি তেল ও খনিজ থেকে পরিবেশের ক্ষতি কমাতে এই বরাদ্দ দেয়া হয়েছে।