গ্যাস সঞ্চালন চার্জ ১০ পয়সা বাড়ানোর সুপারিশ
গ্যাস সঞ্চালন চার্জ বাড়িয়ে ৩৭ পয়সা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রতি হাজার ঘনমিটারে বর্তমানে সঞ্চালন চার্জ ২৭ পয়সা। কমিটি ১০ পয়সা করে বাড়িয়ে ৩৭ পয়সা করার সুপারিশ করেছে। জিটিসিএল বাড়িয়ে ৫৬ পয়সা করার বাড়ানোর প্রস্তাব দিয়ে ছিলো।
আজ সোমবার সকালে রাজধানীর কাওরানবাজার টিসিবি মিলনায়তনে দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানি হয়েছে। শুনানীতে কমিটি এই প্রস্তাব উপস্থাপন করে।
বিইআরসি’র চেয়ারম্যান মনোয়ার ইসলাম শুনানী পরিচালনা করেন। এসময় কমিশনের সদস্য আব্দুল আজিজ খান, মিজানুর রহমান, রহমান মুর্শেদ ও মাহমুদ উল হক ভুঁইয়া উপস্থিত ছিলেন।
শুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, জিটিসিএল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ (পিডিবি) বিভিন্ন কোম্পানির কর্মকর্তারাও উপস্থিত আছেন।
আগামীকাল মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শিল্প, সিএনজি ও বিদ্যুৎ গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানী হবে।