বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সহযোগিতার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক
বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সহযোগিতার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে সিলেট নগরীর রোজ ভ্যালি হোটেলে এই বৈঠক হয়। বৈঠকে উভয় দেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা নেতৃত্ব দেন। আগামীকাল মঙ্গলবার স্টিয়ারিং কমিটির বৈঠক হবে।দুই দেশের বিদ্যুৎ সচিব এতে নেতৃত্ব দেবে।
এবার প্রথমবারের মতো সিলেটে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
দ্বিপাক্ষিক বিদ্যুৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিতে ঢাকা থেকে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউসের নেতৃত্বে প্রতিনিধি দল সিলেট গিয়েছেন।অন্যদিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা সীমান্ত দিয়ে ভারতের বিদ্যুত সচিব অজয় কুমার বালার নেতৃত্বে প্রতিনিধি দল গতকাল সকালে বাংলাদেশে আসে।