আইএক্সএক্স বাংলাদেশে সৌর বিদ্যুতে বিনিয়োগ করবে
সিঙ্গাপুর ভিত্তিক আইইএক্স গ্রোথ ফান্ড বাংলাদেশে সৌর বিদ্যুতে বিনিয়োগ করতে যাচ্ছে। ১০ লাখ ৬৬ হাজার ডলার বিনিয়োগ করবে।
১৯ হাজার গ্রামীণ পরিবারের মধ্যে তারা ঋণ দেবে। ২০২১ সালের মধ্যে দুই হাজার ২০০ মেট্রিক টন কার্বন কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
আইইএক্সের ব্যবস্থাপনা পরিচালক রবার্ট ক্রাইবিল বলেন, আধুনিক, পরিচ্ছন্ন বিদ্যুৎ শুধু দারিদ্র্য নিরসনের জন্যই নয়, স্থিতিশীলতার জন্যও। বিশ্বের দরিদ্র জীবনযাত্রার সাথে আইআইএক্স গ্রোথ ফান্ড সোলারের মতো উদ্ভাবনী উদ্যোগগুলিতে বিনিয়োগ করে। যা জ্বালানি চাহিদা বাড়ায় এবং প্রত্যেকের জন্য টেকসই ভবিষ্যত নিশ্চিত করে। আমরা বাংলাদেশে তাদের রোলআউট তহবিল এবং প্রতিবেশী দেশগুলিতে সম্প্রসারণে সক্ষম হতে পেরে খুশি।
বাংলাদেশে ৫০ লাখ সৌর লাগানো আছে। যা বিশ্বের অন্য কোনও দেশের তুলনায় বেশি। তবে বাংলাদেশে এখনও অনেকের বিদ্যুৎ ব্যবহারের কোনো সুযোগ নেই। দেশের উৎপাদনের ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদনের সীমিত শক্তির উৎস-আমদানি আমদানি জীবাশ্ম জ্বালানী ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল।