বিদ্যুৎ কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেশি
ঢাকা পুজিঁবাজারে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিদ্যুৎখাতের কোম্পানির। আর এজন্য দরও উঠেছে বেশি। শীর্ষ ২০ কোম্পানির মধ্যে শেয়ারের দর হিসেবে প্রথম তিনটে কোম্পানিই বিদ্যুতের। শেয়ারের দর আর লেনদেন দুটোতেই প্রথম ছিল সামিট পাওয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর গত সপ্তাহের লেনদেন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।
সামিট পাওয়ার লিমিটেডের দর উঠেছে সবচেয়ে বেশি। এরপর খুলনা পাওয়ার কোম্পানি লি: (কেপিসিএল)। আর তিন নম্বরে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড।
সামিট পাওয়ার এর বৃহষ্পতিবার সমাপনী দর ছিল ৪৯ টাকা চার পয়সা। দৈনিক লেনদেন পাঁচ কোটি ৯৫ লাখ টাকা। শেয়ার
লেনদেন হয়েছে এক কোটি ১৭ লাখ ৩১ হাজার ৩৪০টা। বাজার মূলধন ৫ হাজার ১৭৯ কোটি ২ লাখ লাখ টাকা।
খুলনা পাওয়ার কোম্পানির বৃহষ্পতিবার সমাপনী দর ছিল ১৩৬ টাকা তিন পয়সা। দৈনিক লেনদেন পাঁচ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেন করা শেয়ার সংখ্যা ৪১ লাখ ৪৯ হাজার ৪৮৮ টা। বাজার মূলধন পাঁচ হাজার ৩২ কোটি ৭০ লাখ টাকা।
ইউনাইটেড পাওয়ারের সমাপনী দর ছিল ৩৫৪ টাকা এক পয়সা।
দৈনিক লেনদেন তিন কোটি ৭৯ লাখ টাকা। লেনদেন করা শেয়ার সংখ্যা ১০ লাখ ৬০ হাজার ৮৬৩ টা। বাজার মূলধন ১৪ হাজার ৫১৬ কোটি ৩ টাকা।
শেয়ার লেনদেন হিসেবে ১১ নম্বরে ছিল বারাকা পাওয়ার লি: ।