প্রতিষ্ঠাবার্ষিকীতে বিআইএফপিসিএল এর স্বেচ্ছায় রক্তদান
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) রামপালে স্বেচ্ছায় রক্তদান করেছে।
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩১শে অক্টোবর রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আয়োজিত রক্তদান অনুষ্ঠানে বিআইএফপিসিএল-এর কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ৪০ ব্যাগ রক্তদান করেন। এছাড়া, এ দিন রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সবুজায়ন করতে বৃক্ষরোপণ কর্মসূচীরও আয়োজন করা হয়। কর্মকর্তা-কর্মচারীরা এসময় নির্মিতব্য আবাসিক এলাকায় বিভিন্ন প্রজাতির ১০০টি ফলজ গাছের চারা রোপণ করেন। প্রকল্প পরিচালক এস.সি. পান্ডে এবং উপ-প্রকল্প পরিচালক মো: রেজাউল করিম এসব কর্মসূচীর উদ্বোধন করেন। সকল অনুষ্ঠানে বিআইএফপিসিএল-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিআইএফপিসিএল প্রকল্প এলাকায় দুই লাখ বৃক্ষরোপণ করতে পরিবেশ অধিদপ্তরের সাথে সবুজায়ন কর্মসূচী বাস্তবায়নে চুক্তি করেছে। যার অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় ৬৫ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে।