রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সাথে চুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সাথে চুক্তি হয়েছে।

চুক্তি অনুযায়ি রূপপুর পরমানু বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহ করবে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্র যতদিন চলবে ততদিন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া।

আজ বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে এই চুক্তি হয়।

এই চুক্তির মাধ্যমে শুধু জ্বালানি সরবরাহ নিশ্চত করা হয়েছে। তবে জ্বালানির দামসহ অন্যান্য বিষয় পরে ঠিক করে বাণিজ্যিক চুক্তি করা হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ইমতিয়াজ কামাল ও রাশিয়ার রসাটম ওভারসেস এর ভাইস প্রেসিডেন্ট নিকিতা মেজিন চুক্তিতে সই করেন।

বিজ্ঞানমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, নির্ধারিত সময় ২০২৩-২৪ সালের মধ্যেই
রূপপুর থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। সন্তোষজনকভাবে এই কেন্দ্রের কাজ এগিয়ে চলেছে।

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, রূপপুর এর জন্য জ্বালানি কেনা শুরু হতে এখনও দেরি আছে। বিদ্যুৎকেন্দ্রর কাজ পুরো শেষ না হলে জ্বালানি প্রয়োজন হবে না।

পাবনার রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটো ইউনিট স্থাপন করা হবে।