চট্টগ্রাম রাউজান বিদ্যুৎকেন্দ্রে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সন্ধ্যার পর চট্টগ্রাম রাউজান বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এক ঘণ্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
রাউজান বিদ্যুৎকেন্দ্রে ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটো ইউনিট আছে। রোববার এখানের এক ইউনিট থেকে ১২০ মেগাওয়াট ও অন্য এক ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।