রূপপুর বিদ্যুৎ: দ্বিতীয় ইউনিটে ‘কোর ক্যাচার’ স্থাপন শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর দ্বিতীয় ইউনিটে অন্যতম স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ‘কোর ক্যাচার’ স্থাপন শুরু হয়েছে। রূপপুরের জেনারেল কন্ট্রাক্টর- এটমস্ত্রয়এ·পোর্ট (এএসই) এই কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের এক মাস আগে বৃহস্পতিবার কোর ক্যাচার স্থাপনের কাজ শুরু হয়। প্রথম ইউনিটে কোর ক্যাচার স্থাপনের কাজ শুরু হয় গত বছরের ১৮ই আগস্ট।
এএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিচালক সের্গেই লাসতোচকিন জানান, এটা স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার অন্যতম মূল অংশ, যা প্রকল্পের দ্বিতীয় ইউনিট ভবনে স্থাপন করা হচ্ছে। এখন পর্যন্ত এটাই হচ্ছে প্রকল্পে স্থাপিত সর্ববৃহৎ ডিভাইস। প্রকৌশলীদের সম্বনিত চেষ্টার ফলেই নির্ধারিত সময়ের আগেই কাজ শুরু করা সম্ভব হয়েছে। তিসি জানান, প্রথম ও দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ নির্ধারিত সময় অনুযায়ি হচ্ছে।
রুশ বিশেষজ্ঞদের ডিজাইন করা কোর ক্যাচার অন্যন্য কোণাকৃতির ডিভাইস যা রিয়্যাক্টর কোরের নিচে স্থাপন করা হয়ে থাকে। কোর ক্যাচারে থাকে বিশেষ পদার্থ। প্রয়োজনে এটা সকল গলিত কোর বস্তু ধারন করে সমপূর্ণভাবে আবদ্ধ করে ফেলবে। এরফলে রেডিয়েশন বাইরে আসার পথ বন্ধ হয়ে যায়। স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হওয়ায় এর কার্যক্রম মানুষের ওপর নির্ভর করবে না। প্রাকৃতিক নিয়ম অনুসরণ করেই এটা কাজ করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পর বৈশিষ্ট বিবেচনা করেই কোর ক্যাচার নকশা করা হয়েছে। উন্নত হাইড্রো-ডাইনামিক ও শক প্রতিরোধ গুণাবলি হওয়ায় এটা অধিকমাত্রায় ভূমিকম্প সহিষ্ণু। কোর ক্যাচারে বন্যা প্রতিরোধ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।