বিদ্যুৎ বিভাগে এডিপি’র ৭২% বাস্তবায়ন
বিদ্যুৎ বিভাগে মে ২০২০ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থিক ৭২ দশমিক ৩৬ এবং ভৌত ৭০ দশমিক ৬১ শতাংশ বাস্তবায়ন হয়েছে । যা জুন ২০২০ এর মধ্যে ৯০ শতাংশ’র বেশি হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার এক সভায় এ তথ্য জানানো হয়। অনলাইনে অনুষ্ঠিত এই সভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভাপতিত্ব করেন। বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদসহ বিভিন্ন সংস্থার চেয়ারম্যান ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এতে উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ বিভাগ ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগ খাতে ৮৭টি, প্রকল্প সহযোগিতা খাতে ১১টি ও নিজস্ব অর্থায়নে ৬টি সহ মোট ১০৪ টি প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় প্রতিমন্ত্রী মানব সম্পদ উন্নয়ন, সোলার বিদ্যুৎ প্রকল্প, পিডিবির বিদ্যুৎ হাব, স্মার্ট মিটারসহ প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পেপারলেস অফিস করার উপর গুরুত্ব দেন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কিত ভার্চুয়াল এই সভায় অন্যদের মধ্যে পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।