উন্মুক্ত কয়লা খনির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগের প্রতিবাদে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাব্শে করে।
সমাবেশে বক্তারা বলেন, আজ্ঞাবহ বিদেশী শক্তির তোষামোদী করে যদি দেশীয় সম্পদের ক্ষতি করা হয় তাহলে কেউই এর দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না । দেশের সম্পদ রক্ষায় আমরা দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র-চক্রান্তের জবাব দেব। যারাই এ ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকবে জাতি কখনোই তাদের ক্ষমা করবে না।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন দিনাজপুর তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আলতাফ হুসাইন,সদস্য সচিব রবিউল আউয়াল খোকা ও সদস্য হবিবর রহমান , আনোয়ার আলী সরকার , সন্তোষ গুপ্ত ও রেজাউল ইসলাম সবুজ প্রমুখ।