গাছ মন ভালো রাখবে, সচ্ছলও করবে: প্রধানমন্ত্রী

pm

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, গাছ লাগালে মনও ভালো রাখবে, অর্থনৈতিক সচ্ছলতাও আনবে।

বৃহস্পতিবার গণভবন চত্বরে মুজিববর্ষ উপলক্ষে
‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০’ এর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী সেখানে তেঁতুল, ছাতিয়ান এবং চালতা- গাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আমাদের সব অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে। তবে দেশ আবারও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রথমবার ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসি তখন দেশে বনভূমির পরিমাণ ছিল মাত্র সাত শতাংশ, আজ তা ১৭ শতাংশে উন্নীত করতে সমর্থ হয়েছি। আমাদের লক্ষ্য দেশে ২৫ শতাংশ বনায়ন করব। তিনি বলেন, আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ যেমন রক্ষা করা দরকার তেমনি জনগণের খাদ্য ও পুষ্টির দরকার। সে কারণেই বৃক্ষরোপণ অত্যন্ত দরকার।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। তাঁরই স্মরণে এই কর্মসূচি পালন করছি। প্রতিবছরই এই কর্মসূচি পালন করে থাকি।
তিনি প্রত্যেককে একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।