শেভরণের ত্রাণ বিতরণ

 

বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এলাকায় ত্রাণ বিতরণ করেছে শেভরণ
বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এলাকায় ত্রাণ বিতরণ করেছে শেভরণ

চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত শেভরন বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এলাকা, নবিগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অধিবাসীদের মধ্যে সাড়ে ৫ হাজার প্যকেট ত্রাণ বিতরন করেছে।এতে চাল, ডাল, আলু, রান্নার তেল, গায়ে মাখা ও কাপড় ধোয়া সাবান ছিল। ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নবিগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য শাহনাজ মিলাদ গাজী এবং নবিগঞ্জ উপজেলা নির্বাহী আফসার বিশ্বজিৎকুমারপাল।

ইতোপূর্বে, সিলেট সিটিকর্পোরেশন প্রাঙ্গনে একটি আনুষ্ঠানিক ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে শেভরনের জালালাবাদ গ্যাস ফিল্ড সংশ্লিষ্ট দুটি ওয়াডের্র অধিবাসীদের মধ্যে তিন হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুলহক চৌধুরী এবং সিটিকর্পোরেশনের চীফ মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম।
একই কর্মসূচির আওতায় ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ বিভাগ পরিচালিত ’কুসুমকলি’ নামক নয়টি স্কুলে অধ্যয়নরত সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে তিনশ’ প্যাকেট বিতরণ করা হয়। উক্ত ইভেন্টে শেভরন বাংলাদেশের কর্পোরেট এফেয়ার্স বিভাগেরপরিচালক ইসমাইল চৌধুরী, ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়েজুন্নেসা মুনার কাছে প্যাকেটগুলো হস্তান্তর করেন।

 

জালালাবাদে ত্রাণ বিতরণ করেছে শেভরণ
জালালাবাদে ত্রাণ বিতরণ করেছে শেভরণ