লক্ষ্যের অনেক পিছনে নবায়নযোগ্য বিদ্যুৎ


গত একদশকে বিদ্যুৎখাতে অভাবনীয় সাফল্য প্রশ্নাতীত। কিন্তু নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন একেবারেই ম্লান। পরিকল্পিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক পিছিয়ে আছে নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ উৎপাদন।
বাণিজ্যিকভিত্তিতে সৌর, বায়ু ও পানি বিদ্যুৎ উৎপাদনের মত উৎস সীমিত হওয়ায় বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রচুর বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। তাই অদূর ভবিষ্যতে নবায়নযোগ্য উৎসনির্ভর বিদ্যুৎ মূল ধারার প্রয়োজন মিটানোর মত সক্ষমতা অর্জনের সম্ভাবনা কম।
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী ২০২০ সাল, অর্থাৎ চলতি বছরের মধ্যে দেশে মোট উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছিল। ২০২০ সাল শেষ হতে চললো। কিন্তু লক্ষ্যমাত্রার ধারে-কাছেও পৌঁছানো যায়নি।
বাস্তবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন উল্লিখিত ১০ শতাংশের স্থলে দুই-তিন শতাংশে আটকে আছে। তাও আবার প্রায় ৫৫ বছর আগে রাঙামাটির কাপ্তাইয়ে স্থাপিত, এখন পর্যন্ত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতাও হিসাবে ধরে।
জানতে চাইলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘এখন স্থাপিত ক্ষমতার ৪ শতাংশের নীচে আছি। অর্থাৎ দেশে এখন বিদ্যুতের মোট যে স্থাপিত ক্ষমতা, নবায়নযোগ্য খাতের বিদ্যুৎ উৎপাদন তার ৪ শতাংশেরও কম। তবে খুব দ্রুতই এই অবস্থার উন্নতি হবে। বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হওয়ার পথে। নবায়নযোগ্য খাতকে এগিয়ে নেওয়ার জন্য সৌর বিদ্যুৎ অ্যাকশন প্লান ২০২১-৪১ প্রণয়ন করা হচ্ছে। হালনাগাদ করা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি নীতিও।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হালনাগাদ তথ্যমতে দেশে এখন বিদ্যুতের মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা ২১ হাজার ৮৭৫ মেগাওয়াট। সে অনুযায়ী, সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য চলতি বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা প্রায় ২ হাজার ১৮৮ মেগাওয়াট (১০ শতাংশ)। আর স্রেডার ওয়েবসাইটের হালনাগাদ তথ্য অনুযায়ী, নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের স্থাপিত ক্ষমতা বর্তমানে ৭০০ মেগাওয়াটের কাছাকাছি। যা মোট স্থাপিত উৎপাদন ক্ষমতার ৩ শতাংশের কিছু বেশি।
নবায়নযোগ্য খাতের প্রকৃত উৎপাদন ক্ষমতার অবস্থা স্থাপিত ক্ষমতার চেয়েও শোচনীয়। পিডিবির তথ্য অনুযায়ী, এখন দেশে বিদ্যুতের প্রকৃত উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট। সে অনুযায়ী নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা দেড় হাজার মেগাওয়াট (১০ শতাংশ)। কিন্তু স্রেডার তথ্য অনুযায়ি দেশে এখন নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুতের প্রকৃত উৎপাদন ক্ষমতা ৩১৭ মেগাওয়াটের কাছাকাছি। যা পরিকল্পনার মাত্র ২ শতাংশের কিছু বেশি।
ময়মনসিংহের গৌড়িপুর উপজেলার সুতিয়াখালীতে ৫০ মেগাওয়াট উৎপাদনক্ষম একটি সৌর বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। অচিরেই সেটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। তখন প্রকৃত উৎপাদনের হার কিছুটা বাড়বে।
২০১৮ সালে নবায়নযোগ্য বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বছরভিত্তিক পরিকল্পনা করা হয়েছিল। ২০২১ সাল পর্যন্ত ব্যাপ্ত সেই পরিকল্পনাও বাস্তবায়নের ধারে-কাছে পৌঁছাতে পারেনি। পরিকল্পনাই রয়ে গেছে। ওই পরিকল্পনায় ২০১৮ সালকে ভিত্তি বছর ধরে পরবর্তী ৩ বছরের সম্ভাব্য অর্জনের একটি হিসাব করা হয়েছিল। সে অনুসারে ২০১৮ সালে নবায়নযোগ্য বিভিন্ন উৎস থেকে মোট ৫৮৪ দশমিক ৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হত। এরপর ২০১৯ সালে নতুন ৪৩২ দশমিক ৫ মেগাওয়াট; ২০২০ সালে ৬০৪ দশমিক ৫ মেগাওয়াট এবং ২০২১ সালে ৫৫৫ দশমিক ৫ মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে নবায়নযোগ্য বিভিন্ন উৎস থেকে এ বছরের মধ্যে প্রায় দেড় হাজার মেগাওয়াট এবং আগামী বছর (২০২১ সাল) মোট ২ হাজার ১৭৭ দশমিক ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হত। কিন্তু বাস্তবতা তো আগেই উল্লেখ করা হয়েছে।
স্রেডার ওয়েবসাইটে মোট ৩৬টি নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পের একটি তালিকা রয়েছে। এরমধ্যে ৪টি শেষ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ চারটি হচ্ছে-কাপ্তাই ৭ দশমিক ৪ মেগাওয়াট; পঞ্চগড় ৮ মেগাওয়াট; টেকনাফ ২০ মেগাওয়াট এবং সরিষাবাড়ি ৩ মেগাওয়াট।
১১টি প্রকল্পের কাজ চলছে বলে উল্লেখ করা হয়েছে যার মধ্যে কয়েকটির কাজ শেষ পর্যায়ে বলে স্রেডা সূত্রে জানা গেছে। এই ১১টি প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা ৬১৫ মেগাওয়াট।
অবশিষ্ট ২১টি প্রকল্পের মধ্যে দুটি বাতিল করা হয়েছে। আর ১৯টিকে বলা হয়েছে ‘পরিকল্পনাধীন’। এই ১৯টি প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ২১০ মেগাওয়াট।
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের এই সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক বলেন, আগামী কয়েক মাসে কয়েকটি বিদ্যুৎ ইউনিট উৎপাদনে আসতে পারে। যার উৎপাদন ক্ষমতা গড়ে এক মেগাওয়াট করে। তবে যে গতিতে নবায়নযোগ্য বিদ্যুতের কাজ হচ্ছে তাতে সময়মত পরিকল্পনা বাস্তবায়ন ও লক্ষ্য অর্জন সম্ভব হবে না। কাজের গতি অবশ্যই বাড়াতে হবে। কেন সরকারের পরিকল্পিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক পিছিয়ে আছে নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ উৎপাদন তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।