অস্ট্রেলিয়া থেকে উল্লেখযোগ্য হারে কয়লা আমদানি কমালো চীন



অস্ট্রেলিয়া থেকে উল্লেখযোগ্যহারে কয়লা আমদানি কমিয়ে দিয়েছে চীন। চলতি বছরের জুনে অস্ট্রেলিয়া থেকে এক কোটি ২৩ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছিল চীন। সেপ্টেম্বরে এই আমদানি কমিয়ে আনে ৩৩ লাখ ১০ হাজার টনে। আর অক্টোবরে ৩৩ লাখ ৫০ হাজার টন।
চীন বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ হলেও প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ কয়লা আমদানি করে। কয়লার বৈশ্বিক আমদানি বাণিজ্যের ১৪ দশমিক ৩ শতাংশ করে চীন। অন্যদিকে অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ কয়লা রফতানিকারক দেশ। বৈশ্বিক রফতানি বাণিজ্যের ৩৭ দশমিক ৫ শতাংশ জোগান দেয় অস্ট্রেলি
আমদানির বেশিরভাগ কয়লায় চীন অস্ট্রেলিয়া থেকে আনে। এসব কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন, ইস্পাত, সিমেন্ট ও সিরামিক কারখানায় বেশি ব্যবহার হয়।
চলতি বছরের জুনে চীনের উদ্দেশে কয়লা নিয়ে ১২৪টি পণ্যবাহী কার্গো অস্ট্রেলিয়ার উপকূল ছেড়ে গেছে। অক্টোবরে এ সংখ্যা ৩৩-এ নেমে এসেছে। চলতি মাসের প্রথমার্ধে চীনের উদ্দেশে অস্ট্রেলিয়ার উপকূল থেকে মাত্র চারটি কয়লাবাহী কার্গো ছেড়ে গেছে।
অস্ট্রেলিয়া থেকে রফতানি হওয়া যবের ৭০ শতাংশই আমদানি করে চীন। ২০১৮ সালে দুই দেশের মধ্যে যবের দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার ছিল ১০৫ কোটি ডলারের। বিরোধের জের ধরে চলতি বছর অস্ট্রেলিয়া থেকে কৃষিপণ্যটির আমদানিতে শুল্কহার বাড়িয়ে ৮০ দশমিক ৫ শতাংশে উন্নীত করে বেইজিং। এর জের ধরে অস্ট্রেলিয়া থেকে যব আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয় চীনা আমদানিকারকরা।