পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আর-এলএনজি কেনার উদ্যোগ

বিডিনিউজ:
আন্তঃসীমান্ত সঞ্চালন লাইন দিয়ে দীর্ঘ মেয়াদে ‘রিগ্যাসিফায়েড এলএনজি’ আমদানির জন্য ভারতের হিরানন্দানি গ্রুপের কোম্পানি এইচ-এনার্জির সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা।
এইচ-এনার্জিরসংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এইচ-এনার্জি ভারতের হিরানন্দানি গ্রুপের একটি কোম্পানিএইচ-এনার্জি ভারতের হিরানন্দানি গ্রুপের একটি কোম্পানিভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের (পিএনজিআরবি) অনুমোদন নিয়ে এইচ-এনার্জি পশ্চিববঙ্গে তাদের এলএনজি টার্মিনালকে যুক্ত করে কানাইছাট্টা থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রাকৃতিক গ্যাস সঞ্চালন লাইন বসাবে।
এই লাইন পশ্চিবঙ্গ রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বাংলাদেশ সীমান্তকেও যুক্ত করবে এবং সেই পাইপলাইন দিয়েই বাংলাদেশে ‘রিগ্যাসিফায়েড এলএনজি’ সরবরাহের ব্যবস্থা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএনজিআরবি ভারতের একমাত্র কোম্পানি যারা বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সঞ্চালন লাইন স্থাপনের অনুমোদন পেয়েছে।
প্রাকৃতিক গ্যাসকে উচ্চচাপে তরল করে সিলিন্ডার বা পাইপলাইনে সরবরাহের উপযোগী করা হলে তাকে বলে এলএনজি। সেই এলএনজিকে আবার গ্যাসে রূপান্তর করা হলে তাকে বলে রিগ্যাসিফায়েড এলএনজি।
পেট্রোবাংলার সঙ্গে এই চুক্তিকে ‘ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতার ভবিষ্যত নির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন এইচ-এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা দর্শন হিরানন্দানি।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে পরিবেশবান্ধব, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ করাই আমাদের লক্ষ্য।
আর-এলএনজির উৎস বের করে তা পেট্রোবাংলার কাছে সরবরাহের দায়িত্বে থাকবে এইচ-এনার্জির মালিকানাধীন অঙ্গপ্রতিষ্ঠান এইচই মার্কেটিং। আর বাংলাদেশের ভেতরে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও গ্যাসের অন্যান্য ভোক্তাদের কাছে আর-এলএনজি সরবরাহ করবে পেট্রোবাংলা।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পাশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে গ্যাস আনা সহজ হবে।
বর্তমানে দেশে প্রতিদিন ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল, যেখান থেকে দিনে ১০০ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। জ্বালানির চাহিদা পূরণে আরও কিছু প্রকল্প বাস্তবায়ন চলছে।
ভারত থেকে জিটুজি চুক্তির মাধ্যমে ইতোমধ্যে বিদ্যুৎ আমদানি হচ্ছে বাংলাদেশে। উত্তরবঙ্গ সীমান্ত হয়ে পাইপলাইন স্থাপন করে জ্বালানি তেল আমদানির একটি প্রকল্পও বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।