রংপুর ও মেঘনাঘাটে গ্যাস নিতে হচ্ছে পাইপ

বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চলের জন্য নতুন গ্যাস

নিজস্ব প্রতিবেদক:
কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলে নতুন করে গ্যাস সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।
এজন্য ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।
এছাড়া উত্তরাঞ্চলে শিল্প এলাকায় গ্যাস সরবরাহের জন্য ১০০ কিলোমিটার গ্যাস পাইপ বসানো হচ্ছে।
এই পাইপ করতে খরচ ধরা হয়েছে ১ হাজার ৩০৪ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫১২ কোটি ৫৯ লাখ টাকা, বাকি ৭৯২ কোটি ৩ লাখ টাকা দেয়া হবে কোম্পানির নিজস্ব তহবিল থেকে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এই পাইপ করবে। জুলাই থেকে এর কাজ শুরু করে ২০২৪ সালে শেষ হবে।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, মেঘনাঘাট পাওয়ার হাব এলাকায় এবং হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকায় কিছু বিদ্যুৎকেন্দ্র রয়েছে; নতুন আরও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এসব বিদ্যুৎকেন্দ্র ও তার আশপাশে আবাসিক এলাকায় পাইপলাইনের গ্যাস সরবরাহ নেই। মুন্সিগঞ্জে গড়ে উঠা শিল্পাঞ্চলেও গ্যাস সংযোগ নেই।
মন্ত্রী বলেন, এসব বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলে অনেক লোকের বসবাস। সেখানে গ্যাসের লাইন না থাকলে তাদের নানাবিধ সমস্যা হচ্ছে। এছাড়াও ওই সব এলাকার আবাসিক এলাকায় বসবাসকারীদেরও এই গ্যাস সরবরাহ লাইনের আওতায় আনা হবে।
রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তার আশপাশ এলাকায় গ্যাস বিতরণ পাইপ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। প্রস্তাবিত নীলফামারী অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলোতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে।
আমদানি করা এলএনজির মাধ্যমে এখানে গ্যাস সরবরাহ করা হবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এই পাইপ করবে। এরজন্য ২৫৮ কোটি টাকা খরচ ধরা হয়েছে। ১০০ কিলোমিটার পাইপলাইন করতে ৭ একর জমি অধিগ্রহণ করা হবে।