বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ: নতুন চুক্তি করতে ২ মাস লাগবে
নিজস্ব প্রতিবেদক:
বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ হয়ে গেছে। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজ শেষ করেছে সংশ্লিষ্ট চীনা কোম্পানি। নতুন করে চুক্তি করতে কাজ চলছে। শেষ করতে কমপক্ষে আরও ২ মাস লাগবে বলে জানিয়েছের সংশ্লিষ্ঠরা।
১০ই আগস্ট বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই ২৫শে জুলাই উৎপাদন বন্ধ করে দেয় চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি এবং সিএমসি গঠিত কনসোর্টিয়াম।
এখন খনি এলাকায় তিন লাখ টনের মতো কয়লার মজুত রয়েছে। তা দিয়েই আগামী তিন মাস বিদ্যুৎকেন্দ্র চালিয়ে নেওয়া সম্ভব হবে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান এ বিষয়ে এনার্জি বাংলাকে বলেন, নতুন করে চুক্তি করতে যাচ্ছি চুক্তি করতে আরও দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে। চুক্তির পর আবার শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হবে।
এখন খনির যে স্তর থেকে কয়লা তোলা হচ্ছে, সেখান থেকে কয়লা তোলা হবে। সেখানে আরও এক থেকে দেড় লাখ টনের মতো কয়লা মজুত আছে।