সামিট গ্রুপের উপদেষ্টা হলেন কামরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক:
পেট্রোবাংলার সাবেক পরিচালক এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক
মো. কামরুজ্জামান সামিট গ্রুপের উপদেষ্টা হিসেবে।
কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম ভাসমান ষ্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) এবং স্থল-ভিত্তিক টার্মিনাল স্থাপনকারী দলের সফলভাবে নেতৃত্ব দেন।
তিনি বাংলাদেশ প্রকেৌশলি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়া শেষে যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস ইঞ্জিনিয়ারিং-এ আর একটি ডিগ্রি সম্পন্ন করেন।পরে তিনি যুক্তরাজ্যের স্টিরলিং বিশ্ববিদ্যালয় থেকে টেকনোলজি ম্যানেজমেন্টে মাষ্টার ডিগ্রি অর্জন করেন।
সামিট গ্রুপের উপদেষ্টা হিসাবে যোগ দেয়ার পর কামরুজ্জামান বলেন, সামিট, বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানিখাতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি সামিট বিচক্ষণ তার পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ এলএনজি-এ সাথে বছরে দশ লাখ টন এলএনজি আমদািনর চুক্তি করেছে। দেশের নিরাপদ জ্বালানিখাতে কাজ চালিয়ে যেতে চাই।