সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই চ্যালেঞ্জ
স্বাধীনতা পুরস্কার নেয়ার পর প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই অন্যতম চ্যালেঞ্জ।
বিদ্যুৎ বিভাগ স্বাধীনতা পুরস্কার পাওয়ায়
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রাহকের প্রত্যাশাও বেড়েছে। প্রত্যাশার সাথে সমন্বয় করে সেবার মান আরও বাড়ানো হচ্ছে।
শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে এই পদক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে এবার এই পদক দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, চলতি গ্রীষ্ম ও আসন্ন রমজানে অতিরিক্ত এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সাশ্রয়ী হলে এই চাহিদা কমানো সম্ভব। প্রাথমিক জ্বালানির মূল্য বৈশ্বিক পরিস্থিতিতে চার/পাঁচগুণ বেড়েছে। গ্রাহকদের সুবিধাজনক অবস্থায় রাখতে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।