হুয়াওয়ের প্রযুক্তিতে আকিজ গ্রুপের কারখানায় সৌর বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরায় জনতা জুট মিলের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপন করেছে আকিজ গ্রুপ। প্রাথমিকভাবে ৪৭০ কিলোওয়াট ক্ষমতার এই সৌর প্যানেল স্থাপনে প্রযুক্তি সহায়তা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবা ও সমাধানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। আর প্রকৌশল অংশীদার সিনার্জি লিমিটেড।

সম্প্রতি অনুষ্ঠিত সৌর প্যানেলের উদ্বোধনিতে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, হুয়াওয়ে বোর্ড সদস্য জেসন লি এবং সিনার্জি’র চেয়ারম্যান সিরাজুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ বশির উদ্দিন বলেন, ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশের এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য প্রত্যেকেরই নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।

জেসন লি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে বিদ্যুৎখাতকেও ডিজিটাল করতে হবে। হুয়াওয়ে চায় তার ডিজিটাল পাওয়ার সল্যুশনের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎখাতকে আরও শক্তিশালী করতে।

আজিক গ্রুপ আগামী চার মাসে এই বিদ্যুতের উৎপাদন ২ দশমকি ৪ মেগাওয়াটে উন্নীত করবে বলে জানিয়েছে। আর মোট উৎপাদন ক্ষমতা হবে পাঁচ মেগাওয়াট। উৎপাদিত বিদ্যুৎ আকিজ গ্রুপে নিজস্ব শিল্প-কারখানায় ব্যবহার করা হবে। আর বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেয়া হবে।

হুয়াওয়ে সৌর প্যানেলের ইনভার্টার সরবরাহ করেছে।