এলপি গ্যাসের দাম কমল
নিজস্ব প্রতিবেদক:
এলপি গ্যাসের দাম কমল। ১২ কেজি সিলিন্ডারের
দাম ৯৩ টাকা কমিয়ে ১ হাজার ২৪২ টাকা করা হয়েছে। একই সাথে যানবাহনে ব্যবহার করা অটোগ্যাস লিটার প্রতি ৫৭ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুন মাসের জন্য নতুন এই দাম ঘোষণা করেছে।
মে মাসে এলপি গ্যাসের দাম ছিল ১২ কেজি এক হাজার ৩৩৫ টাকা, আর অটোগ্যাস লিটার প্রতি ছিল ৬২ টাকা ২১ পয়সা। এপ্রিলে এই দাম ছিল এক হাজার ৪৩৯ টাকা।
বৃহস্পতিবার, ২রা জুন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। অন্যদের মধ্যে অংশ নেন কমিশনের সদস্য মকবুল ই-ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব খলিলুর রহমান খান।
সাংবাদিক সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, কেউ বেশি দাম চাইলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিন, অথবা আমাদের জানান। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।