বিদ্যুৎখাতকে পরিবেশবান্ধব করতে ইউএসএআইডির সাথে চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ খাতকে পরিবেশবান্ধব ও কার্বন নিঃসরণ কমাতে ইউএসএআইডি বাংলাদেশে ১৭ দশমিক ২০ মিলিয়ন ডলার দেবে। আগামী পাঁচ বছরে এই অর্থ খরচ হবে।

এ বিষয়ে রোববার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিদ্যুৎ বিভাগ ও ইউএসএআইডি’র মধ্যে জ্বালানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে।

পরিবেশ বান্ধব জ্বালানির জন্য উন্নত পরিবেশ, উচ্চমানের নির্ভরযোগ্য বিদ্যুৎ ও আধুনিক জ্বালানি পরিসেবার প্রবেশাধিকার বৃদ্ধি, আধুনিক জ্বালানি প্রযুক্তির জন্য অর্থায়ন বৃদ্ধি, বিদ্যুৎ খাতের মানব সম্পদ ও প্রতিষ্ঠানের উন্নয়ন, কার্যকর ও বাজার চালিত ক্রয় ব্যবস্থার বাস্তবায়ন, অন্তঃসীমান্ত জ্বালানি বাণিজ্যের নীতি কাঠামোর উন্নয়ন, অভ্যন্তরীণ মডেলিং ক্ষমতা শক্তিশালী করা, বাংলাদেশি জ্বালানি পেশাদারিদের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা, উদ্ভাবন ও সিষ্টেমবান্ধব নিলাম নকশা উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহন ব্যবস্থা স্থাপনকে ত্বরান্বিত করা, চলমান নিলাম সিমুলেশন এবং আঞ্চলিক সংযোগ বাড়াতে এই সমঝোতা চুক্তি সহযোগিতা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতকে পরিবেশবান্ধব। কার্বন নিঃসরণ আরও কমানোর জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।সরকারের সাথে শিক্ষাবিদ ও বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধিতেও এই প্রকল্প কাজ করবে । তিনি বলেন, প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধি এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রকল্পটি স্বচ্ছ ও দক্ষ জ্বালানি বাজার তৈরির মাধ্যমে সাশ্রয়ী মূল্যের, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি ব্যবস্থায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা উন্নতি ও সহনশীল করতে কাজ করবে। বিদ্যুৎ খাতের উন্নয়ন, ডি-কার্বনাইজড এবং অন্তর্ভূক্তিমূলক রূপান্তরকে সহযোগিতা ও তরান্বিত করবে।