বিদ্যুতের গ্রিড বিপর্যয়: খুলনা বরিশাল রাজশাহী ছিল অন্ধকারে, কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় হয়েছে। প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল পুরো রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ। পরে সমস্যার সমাধান করে বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে।
পাওয়ার গ্রিড অব বাংলাদেশ (পিজিসিবি) নির্বাহি পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরী এনার্জি বাংলাকে জানান, ঈশ্বরদীর ভারতের বিদ্যুৎ নেয়া উচ্চ ক্ষমতার উপকেন্দ্রর আশপাশে কোথাও যান্ত্রিক দ্রুটি দেখা দেয়। এতে গ্রিড বিপর্যয় হয়। ৮টা ৫৭ মিনিটে এই ঘটনা ঘটে। পরে এতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। একই সাথে খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলে যত ছোট বড় বিদ্যুৎকেন্দ্র আছে সব বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সকাল ১০টায় ভারতের বিদ্যুৎ আমদানি শুরু হয়। পরে পর্যায়ক্রমে ১১টার মধ্যে সব সঞ্চালন লাইন সচল করা হয়েছে। তবে বন্ধ হয়ে যাওয়া সব বিদ্যুৎকেন্দ্র এখনও চালু হয়নি বলে তিনি জানান। এজন্য আরও সময় লাগবে।
কেন এই বিপর্যয় এবং এর জন্য কে দায়ী তা দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনা তদন্তে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) বি এম মিজানুল হাসানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিপর্যয়ের কারণে এখনও অনেক স্থানে বিদ্যুৎ নেই। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।