এলপি গ্যাসের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক:
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়াল। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করেছে।
নতুন দাম অনুযায়ি চলতি মাসে ১২ কেজি সিলিন্ডার এখন থেকে এক হাজার ২৩৫ টাকা।
বুধবার সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ ব ম ফারুক নতুন দাম ঘোষণা করেন। আমদানির ক্ষেত্রে ডলারের বিনিময় হার ১০৪ টাকা ধরে মূল্য সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমার পরও দেশে কমানো যায়নি ডলারের বিনিময় হারের কারণে। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত বিনিময় হার ৯৫ টাকা ধরে হিসাব করা হলে দেশে দাম কমত। ১৬টি কোম্পানির ইনভয়েস ও ঋণপত্রের কাগজে বিভিন্ন রকম বিনিময় হার পাওয়া গেছে। সব কটির গড় মূল্য ধরে এবারের মূল্য হিসাব করা হয়েছে।
আদেশ অনুযায়ী সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০২ টাকা ৮৮ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। এ ছাড়া গাড়িতে ব্যবহার করা অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটারপ্রতি ৫৭ টাকা ৫৫ পয়সা, যা আগে ছিল ৫৬ টাকা ৮৫ পয়সা।
এর আগে ২রা আগস্ট ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা থেকে ৩৫ টাকা কমিয়ে এক হাজার ২১৯ টাকা করা হয়েছিল।