বাংলাদেশে ২৫ বছর পূর্তি উদযাপন শেভরনের

বাংলাদেশে কার্যক্রম শুরুর ২৫ বছর পূরণ করল মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন।
এ উপলক্ষে রাজধানীর রূপসী বাংলা হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, পেট্রোবাংলা চেয়ারম্যান মো. নাজমুল আহসান ও বাংলাদেশে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক শাখার প্রধান জোসেফ গিবলিন।
বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার ও প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার। দেশে প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহে অবদান রাখা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও মো. মাহবুব হোসাইন।

সংবাদ বিজ্ঞপ্তি।