শ্রীকাইল নর্থ-১ কূপে দ্বিতীয় ধাপে খনন শুরু

শ্রীকাইল: বাপেক্সের গ্যাস কূপ খনন যন্ত্র (রিগ) বিজয়। ছবি: এনার্জি বাংলা

নিজস্ব প্রতিবেদক:
শ্রীকাইল নর্থ-১ কূপে দ্বিতীয় ধাপে খনন শুরু হয়েছে। বাংলাদেশে এই প্রথম মাটির গভীরে নিচে গিয়ে বাকা করে কূপ খনন করা হচ্ছে। এতে কয়েকটি স্তরের সম্ভাবনা একই সাথে পরীক্ষা হবে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।
সম্প্রতি দ্বিতীয় ধাপের খনন শুরুর উদ্বোধন করে বাপেক্স জানিয়েছে, এই কূপে গ্যাস পাওয়ার সম্ভাবনা খুব বেশি।
শ্রীকাইল নর্থ কূপের অনুসন্ধানকাজ শুরু হয় গত জুন মাসে। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬৫৬ ফুট কূপ খনন করা হয়েছে। এখন চলছে দ্বিতীয় ধাপের কাজ। ১১ হাজার ৪৮৩ ফুট গভীর পর্যন্ত এই কূপ খনন করা হবে।
বাপেক্সের রিগ বিজয় ১২ দিয়ে কূপ খননকাজ চলছে। এ কূপ খননে বাপেক্সের পাশাপাশি আজারবাইজানের প্রকৌশলীরা কাজ করছেন।
শ্রীকাইলে বাপেক্স যে এলাকায় কূপ খনন করছে, ডিপিপি অনুযায়ী ওই কূপে ৯১ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করছে ভূতাত্ত্বিক বিভাগ। এখানে যদি গ্যাস পাওয়া যায় তবে দৈনিক এক থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।
বর্তমানে শ্রীকাইলের চারটি কূপ থেকে দৈনিক প্রায় তিন কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন কূপে গ্যাস মিললে এর পরিমাণ পাঁচ কোটি ঘনফুট ছাড়িয়ে যাবে।
বাপেক্স ওই অঞ্চলে গ্যাস অনুসন্ধানে একটি প্রকল্প গ্রহণ করেছে। তিনটি কূপ মিলে এ প্রকল্প হাতে নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এগুলো হল, শ্রীকাইল নর্থ-১ অনুসন্ধান কূপ, সুন্দলপুর-৩ ও বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কূপ।
কূপ খননের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করে জ্বালানি সচিব মাহবুব হোসেন বলেন, দেশে গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য ৪৬টি কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে শ্রীকাইলে কূপ খননের কাজ চলছে। আমরা চাই স্থানীয় উৎপাদন বাড়াতে। এখানে গ্যাস পাওয়া গেলে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে বলে তিনি জানান।
এসময় পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ জ্বালানি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।