সাড়ে ৫৪ লাখ টন জ্বালানি তেল কেনার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
আগামী বছরের জন্য সাড়ে ৫৪ লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল কেনার অনুমোদ দেয়া হয়েছে। এর মধ্যে ১৬ লাখ টন অপরিশোধিত আর ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই অনুমোদন দিয়েছে। বুধবার (১৮ই অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার জানান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ২০২৩ সালের জন্য সৌদির আরামকো এবং আবুধাবির এডিএনওসি থেকে অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার নীতিগত অনুমোদন এবং পরিশোধিত জ্বালানি তেল সরকারিভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।