জ্বালানি তেলে ভর্তুকি তুলে দেওয়া সম্ভব? প্রশ্ন আইএমএফের
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলে ভর্তুকি তুলে দেওয়া সম্ভব কিনা জানতে চেয়েছে আইএমএফ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি তিন দফা জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এ মুহূর্তে বাড়ানো কঠিন।
বাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল বৃহস্পতিবার জ্বালানি বিভাগ ও পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে। বৈঠকে সামগ্রিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সূত্র জানায়, আইএমএফ চাইছে বাংলাদেশে জ্বালানি তেলের দাম সব সময় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে করা হোক।
দেশে জ্বালানির ব্যবহার, গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, এলএনজি আমদানির অর্থায়ন প্রক্রিয়াসহ জ্বালানি খাতে ভর্তুকি নিয়ে আলোচনা হয়েছে।
সকালে সচিবালয়ে জ্বালানি বিভাগে এবং দুপুরে বিপিসির কার্যালয়ে বৈঠক দুটি হয়। জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুবুর রহমান ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদের সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দলটি।
বৈঠক শেষে বিপিসির চেয়ারম্যান জানান, আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বিপিসির সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। জ্বালানি তেলের আমদানি, বাজার ব্যবস্থা- এমনকি ভর্তুকির বিষয়ে। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তাদের কোনো বক্তব্য ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আলোচনায় তাদের কিছু অভিমত ছিল। বিপিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি তিন দফা জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
জ্বালানি খাত নিয়ে আইএমএফ প্রতিনিধি দল অনেক কিছু জানতে চেয়েছে। জ্বালানি বিভাগ থেকে তাদের নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। জ্বালানি খাতে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
এরআগে বুধবার বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে বৈঠক করেছে আইএমএফ।