বিদ্যুৎ উৎপাদনে কয়লা আমদানির চুক্তি পর্যালোচনায় কমিটি গঠন

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা মজুদাগার। ছবি: এনার্জি বাংলা

নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানিতে করা বিদ্যমান চুক্তিগুলো বিশ্লেষণ করতে পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে।
সরকারি, বেসরকারি এবং যৌথ উদ্যোগেরÑ সব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সাথে করা চুক্তি এই কমিটি পর্যালোচনা করবে।
সোমবার (২০শে ফেব্রুয়ারি) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ২৩ শে জানুয়ারি ৯ সদস্যের উচ্চ পর্যায়ের এই কমিটি গঠিত হয়।
কমিটিতে অন্যদের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়), প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি; বিপিডিবির প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ উৎপাদন), বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন)।
বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে অবহিত করে অভ্যন্তরীণ অফিস আদেশ জারি করেছে।
কমিটি বিদ্যুৎকেন্দ্রগুলোর সাথে কয়লা সরবরাহ চুক্তি (সিএসএ) এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) অনুযায়ি কয়লা মূল্য নির্ধারণ প্রক্রিয়া পর্যালোচনা করবে। কয়লা সরবরাহকারী দেশের মূল্য সূচকও পর্যালোচনা করবে। কমিটি চুক্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে।