মে মাসের জন্য বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক:

মে মাসের জন্য বাড়ল এলপি গ্যাসের দাম। ১২ কেজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৩৫ টাকা। এপ্রিল মাসে যা ছিল ১ হাজার ১৭৮ টাকা। আর মার্চে ছিল ১ হাজার ৪২২ টাকা।
অন্যদিকে অটোগ্যাস লিটারপ্রতি ৫৪ টাকা ৯০ পসয়া থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২রা মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমানসহ অন্যরা।
বিইআরসি চেয়ারম্যান বলেন, নির্ধারিত দরে বিক্রি না করলে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিইআরসি নির্ধারণ করা দামে পাওয়া যায় না- এমন অভিযোগ করা হলে, কমিশন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। কমিশন বলছে, এ বিষয়ে ভোক্তাদেরকেও সচেতন হতে হবে। কোন ব্যবসায়ী বেশি দাম চাইলে ক্রয় রশিদ বুঝে নিতে হবে। তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সহজ হবে।