এপিএ বাস্তবায়নে দ্বিতীয় বিদ্যুৎ বিভাগ
নিজস্ব প্রতিবেদক:
২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ। এজন্য বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান সম্মাননা গ্রহণ করেন এবং পরে তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে হস্তান্তর করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে বিদ্যুৎ বিভাগসহ ৫২টি মন্ত্রণালয়/বিভাগের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১ সালের ১৮ই জুলাই স্বাক্ষরিত হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ বিষয়ে বলেন, দ্বিতীয় স্থান আমাদের জন্য সন্তোষজনক নয়। আগামীতে অবশ্যই প্রথম স্থান অর্জন করতে হবে। দলগত চেষ্টা বাড়াতে হবে।
এসময় মন্ত্রণালয় এবং বিভাগসমূহের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করা হয়।
পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
এপিএ বাস্তবায়নে ২০২১-২০২২ এর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম পুরস্কার পেয়েছে। কৃষি মন্ত্রণালয় হয়েছে তৃতীয়। এপিএ বাস্তবায়নে চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী মন্ত্রণালয় ও বিভাগগুলো হল- অর্থ বিভাগ, আইসিটি বিভাগ, আইএমইডি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।