বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নেপালকে ঋণ দেবে ভারত
বিদ্যুৎকেন্দ্র ও সড়ক নির্মাণে সহায়তা দিতে সহজ শর্তে নেপালকে ১ বিলিয়ন ডলার ঋণ দেয়ার প্রস্তাব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।
দুই দেশের মধ্যকার বিদ্যুৎ চুক্তিবিষয়ক আলোচনা তরান্বিত করতে দুইদিনের সফরে গত রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেন মোদি। ১৭ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রীর নেপাল সফর।
নেপালের পার্লামেন্টে দেয়া এক ভাষণে মোদি বলেন, নেপালের মহাসড়ক ও তথ্য মহাসড়কের প্রয়োজন রয়েছে। ভারত এসব খাতে তাদের প্রয়োজনীয় সব সহায়তা দেবে। সেখানে তিনি চারদিক ভূমি দিয়ে ঘেরা এ দেশটির জন্য ১ বিলিয়ন ডলারের ঋণসহায়তা দেয়ার ঘোষণা করেন। তিনি জানান, এ অর্থ জলবিদ্যুৎ কিংবা অবকাঠামো প্রকল্প যে কোনো খাতেই ব্যবহার করতে পারবে নেপাল।
খবর রয়টার্স।