জ্বালানি খাতে রাষ্ট্রায়ত্ব পাঁচ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বদল

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানি খাতে একসাথে রাষ্ট্রায়ত্ব পাঁচ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে পাঁচজনকে নিয়োগও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পেট্রোবাংলা সাময়িকভাবে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে।

নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হলে সাময়িক নিয়োগ পাওয়া কর্মকর্তারা স্ব পদে ফিরে যাবে।

যদি নির্বাচন কমিশন তাদের নির্বাচনের কোনো দায়িত্ব দেয় তা পালন শেষে তারা স্ব পদে ফিরে যাবে।

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজকে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে অন্য যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন,

আরপিজিসিএলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমানকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে (জেজিটিডিএসএল), পেট্রোবাংলার মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (বিজিডিসিএল) এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফএসল) মহাব্যবস্থাপক উত্তম কুমারকে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রুখসানা নাজমা ইসহাককে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি করা হয়েছে।