তেল আর গ্যাস আমদানিতে আইটিএফসি ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানি তেল আর গ্যাস আমদানিতে ২০২৪–২৫ অর্থবছরের জন্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে।

পেট্রোলিয়ামজাতীয় পণ্য আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য পেট্রোবাংলাকেএই ঋণ দেবে।

বুধবার (৭ই ফেব্রুয়ারি) আইটিএফসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মধ্যে এবিষয়ে চুক্তি হয়েছে। সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এবং আইটিএফসি প্রতিনিধিদলের প্রধান পরিচালন কর্মকর্তা নাজিম নূরদালী নিজেদের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

আইটিএফসি বিভিন্ন সংস্থার কাছ থেকে তহবিল সংগ্রহের পর ঋণ বিতরণ করবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক দেবে ৮০০ মিলিয়ন ডলার।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিশ্বব্যাপী তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি নিরাপত্তা বজায় রাখা চ্যালেঞ্জিং।

তিনি বলেন, তেল ও গ্যাস সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগের পাশাপাশি অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে।